
দিনাজপুর জেলা প্রতিনিধি :
৯ মার্চ রবিবার দুপুর ২ টায় উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের মধুহাড়ি নামক স্থানের “আর এ ” ইটভাটার পরিবেশ অধিদপ্তরের কোন অনুমতি না থাকায় মহামান্য হাইকোর্টের আদেশের আলোকে উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) রুনাল্ট চাকমা ও পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মলিন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ভেকু দিয়ে ভাটার চুলা ভেঙ্গে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মাধ্যমে পানি দিয়ে ভাটা নিভিয়ে দেয়া হয়।
ইটভাটার মালিক সেনাবাহিনীর সদস্য তপন রায় বলেন, ইটভাটার লাইসেন্স রয়েছে। শুধু পরিবেশ অধিদপ্তরের সনদটি নবায়ন না করায় প্রশাসন ভাটাটি ভেঙ্গে দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতা জানান, আওয়ামীলীগ নেতাদের অবৈধ ভাটাগুলি না ভেঙ্গে, লাইসেন্স আছে শুধুুমাত্র নবায়ন নাই, এ অজুহাতে ভাটাটি ভাঙ্গা হয়েছে। যার কিছুই নাই, ক্ষমতার জোরে ভাটা করেছে, তাদেরগুলি জরুরী না ভাঙ্গানো না হলে প্রশাসন পক্ষপাতিত্বের দোষে দুষ্ট হবে।পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মলিন মিয়া বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইটভাটাটি ভেঙ্গে পানি দিয়ে চুলা নিভিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা বলেন, মহামান্য হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে ভাটাটি ভেঙ্গে বন্ধ ও সিলগালা করে দেয়া হয়েছে।
Leave a Reply