মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আয়মাপুর গ্রামে অবস্থিত হাফিজার রহমান বীজ হিমাগারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে এই ঘটনা ঘটে। এতে প্রায় ৬০ লক্ষ টাকার মালামাল চুরি ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০-২৫ জনের একটি মুখোশধারী ডাকাত দল পুলিশ পরিচয়ে হিমাগারের মূল গেটে এসে নৈশ্যপ্রহরীকে গেট খুলতে বাধ্য করে। এরপর অস্ত্রের মুখে প্রহরীকে জিম্মি করে তারা হিমাগারের অফিস রুমে প্রবেশ করে। সেখানে সিসি ক্যামেরা ও ক্যাশ কাউন্টার ভাঙচুর করা হয়।
ডাকাত দল হিমাগারের কয়েকজন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে এবং নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর চেষ্টা করে। শ্রমিকরা প্রতিরোধের চেষ্টা করলে তাদের ব্যাপক মারধর করা হয় এবং একটি কক্ষে আটকে রাখা হয়। এ সময় ডাকাতরা মেশিন রুমে ঢুকে ট্রান্সফরমার ভেঙে মূল্যবান যন্ত্রাংশ লুট করে।
হিমাগারের নৈশ্যপ্রহরী আব্দুল করিম বলেন, রাত ১২টার দিকে দুই ব্যক্তি পুলিশ পরিচয়ে গেট খুলতে বলে। আমি গেট খুলতেই ২০-২৫ জন ডাকাত জোর করে ভিতরে ঢুকে আমাকে অস্ত্রের মুখে ভয় দেখায় এবং নেশাজাতীয় দ্রব্য খাওয়ায়। পরে শ্রমিকদের মারধর করে তারা হিমাগারে ব্যাপক লুটপাট চালায়।
সোমবার ভোর ৫টার দিকে আহত শ্রমিকদের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাদের মধ্যে সাহা আলমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হিমাগারের ম্যানেজার বেলাল হোসেন বলেন, মালিকপক্ষ সকালে আমাকে ডাকাতির ঘটনা জানায়। আমি ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যালোচনা করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। পরে বিস্তারিত জানানো হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি এবং বীজ হিমাগারের মালিক আশরাফ তালুকদার আত্মগোপনে রয়েছেন। ব্যবসায়ী পরিবারের দাবি, একটি সংঘবদ্ধ চক্র এই চুরির সঙ্গে জড়িত। তারা দ্রুত এই চক্রের সদস্যদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্বাজ আলী বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু ক্ষেতলাল নয়, পাশের কালাই ও আক্কেলপুরেও সাম্প্রতিক সময়ে গভীর নলকূপের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী এখনও এই চক্রের সদস্যদের শনাক্ত করতে পারেনি।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বর্তমানে তদন্ত চলছে। চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24