আবু নাসের মহিউদ্দিন:
• জীবনের শেষ বেলায় এসে মনে হবে,
আমরা কেন এমনটা করলাম কিসের মোহ আমাকে আমার অনন্তকাল ভুলিয়ে রেখেছে?
এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করাটা ভুল ছিল।
রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে চ্যাট করাটা ভুল ছিল।
কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা ভুল ছিল।
দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোও ভুল ছিল।
• জীবনের শেষ বেলায় মনে হবে,
ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি। অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি। জীবনের শেষ সময়ে এসে, কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃ*ত্যুই হবে শেষ চাওয়া।
• জীবনের শেষ বেলায় মনে হবে,
মানুষের দো’আ ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা আমি অর্জন করতে পারিনি। মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল। শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান। যখন পরপারে আমার কোন কিছু থাকবে না তখন তাদের দো’আ আমাকে বাচঁতে সাহায্য করত।
•জীবনে শেষ বেলায় মনে হবে,
সারা জীবনের অর্জিত ধন-সম্পদ, বাড়ি-গাড়ি জীবনের শেষ বেলায় কিছুই ভালো লাগবে না,
আমি একাকিত্বের ভার বহন করতে করতে হতাশ হয়ে চেয়ে থাকব তখন কাউকে পাব না পাশে
জীবনের শেষ বেলায় শুধুই একা।
•জীবনের শেষ বেলায় মনে হবে,
আমি এমন করে কেন ভাবতে পারিনি আমার সব কিছু রয়ে যাবে আমার হারাম ভাবে উপার্জন গুলোর হিসেব আমাকে দিতে হবে। ঘুষ, সুদ,চুরি, ডাকাতি সব করেছিলাম যাদের জন্য তারা হবে আমার শত্রু।
• জীবনের শেষ বেলায় মনে হবে,
আমি কেন আজ অসহায় হয়ে রয়ে থাকি? আমার অতি আপন সন্তানরা,আত্মীয়রা, বন্ধুরা কেউ আমার সাথী নয় আমি শেষ বেলায় একাই কেন রয়ে একাকীত্বের মাঝে ডুবে থাকি?
আহা আমি কেন এমনটা আগে ভাবতে পারিনি এটাই কি জীবনের শেষ বেলার ভাগ্যে আমি লিখেছি।
Leave a Reply