কে.এম. ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে মাত্র পাঁচ হাজার টাকার জন্য দেলোয়ার হোসেন মৃধা (৬০) নামে অবসরপ্রাপ্ত এক সৈনিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের স্বল্পসেনা গ্রামে শনিবার বিকেল ৩টার দিকে এঘটনা ঘটে।
ঘটনার সাথে জড়িত সন্দেহে একই এলাকার সোহরাব হোসেন নামে একজনকে আটকে করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সদর থানার ওসি মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্বজনরা জানায়, ঝালকাঠি শহরের টিএন্ডটি রোডে বাসা থাকলেও নিজ বাড়িতে একা বসবাস করতেন দেলোয়ার। দুপুরে তার ছেলে মাহমুদুল হাসান বাবু ইফতার সামগ্রী নিয়ে বাড়িতে গেলে রক্তাক্ত মৃতাবস্থায় তার বাবাকে দেখতে পায়। সন্দেহজনকভাবে সোহরাব হোসেনের বাড়িতে গেলে সে লোকজন দেখে দৌড় দেয়। ধাওয়া দিয়ে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মাহমুদুল হাসান বাবু জানান, দেলোয়ার হোসেন মৃধা সেনাবাহিনীতে সৈনিক পদে চাকুরী থেকে অবসর নিয়েছে। স্ট্রোক করে জমিজমার পাহাড়ায় বাড়িতেই থাকতেন। সে গতকাল পেনশনের টাকা তুলেছিলেন। সোহরাব হোসেনের আত্মীয়ের কাছে ৫ হাজার টাকার বাঁশ বিক্রি করেন দেলোয়ার মৃধা। ২দিন ধরে বাড়িতেই কৃষিকাজে দিনমজুরের সহায়তা করছিলেন সোহরাব। সে নেশাগ্রস্ত থাকতো প্রায় সময়ই। টাকা নিতেই সোহরাব হত্যা করেছেন দেলোয়ার হোসেনকে এমনটাই সন্দেহ স্বজনদের। তার সাথে আরো কেউ জড়িত থাকতে পারে বলে দাবি স্বজনদের।
দেলোয়ার হোসেন মৃধার পুত্র মাহমুদুল হাসান বাবু পৌর যুবদলের যুগ্মআহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায় বলেন, 'অসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়েছে। তারকাছ থেকে পাঁচহাজারের বেশি কিছু টাকা ও মোবাইল জব্দ করা হয়েছে। পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।'
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24