কে.এম. ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে ঈদকে সামনে রেখে মাদক কারবারীরা যাতে মাথাচারা দিয়ে উঠতে না পারে সেজন্য তৎপর রয়েছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
এরই ধারাবাহীকতায় রোববার দুপুরে ডিবির অভিযানে ৫০ পিচ ইয়াবা ট্যবলেটসহ এক কারবারীকে আটক করা হয়েছে। দুপুর দেরটায় পৌর এলাকার কাঠপট্টি শাহী মসজিদ এলাকা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। সেখানে মতিন (৪৮)নামের এক যুবকের দেহ তল্লাসী করে তার কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মতিন পশ্চিম ঝালকাঠি এলাকার মৃত মানিক হাওলাদারের ছেলে।
গনমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশের জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, আটককৃত মতিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Leave a Reply