নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এর পক্ষ থেকে ,
দুর্গাপুর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের যৌথ উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্কুলে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত বিতরণী অনুষ্ঠান ব্যারিস্টার কায়সার কামাল এর পক্ষ থেকে আয়োজনে ছিলেন দুর্গাপুর উপজেলা ছাত্রদল , সিনিয়র যুগ্ন আহবায়ক নিরঞ্জন দেবনাথ, সদস্য সচিব আলমগীর হোসেন,
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভা ছাত্রদলের সিনার যুগ্ন আহবায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব নুরুজ্জামান জনি ,এবং সুসং সরকারি মহাবিদ্যালয় ছাত্রদলের প্রার্থী মোহাম্মদ আরিফুল ইসলাম, মোঃ রুবেল হোসাইন , এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদল সভাপতি সুজাত আহমেদ , তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শাহারিয়ার শামীম, কর্মী শান্ত সহ আরো অনেকে।
এ সময় ব্যারিস্টার কায়সার কামাল আইন বিষয়ক সম্পাদক বিএনপি তার পক্ষ থেকে ছাত্রদল নেতাকর্মীরা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশ ও আগামীর নেতৃত্বে উপযুক্ত প্রার্থী তৈরি করা। পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার গঠনে সহায়তা করা, যাতে তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। এই উদ্দেশ্য বাস্তবায়নে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি।”
Leave a Reply