রামা কৃষ্ণ সাহা রামা, টাংগাইল জেলা প্রতিনিধি:
নাগরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি দিলেন শিক্ষকরা
টাঙ্গাইলের নাগরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দিয়েছে নাগরপুর উপজেলার সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ। বুধবার (৯ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসারের নিকট উপজেলা সহকারী শিক্ষকদের পক্ষে সমন্বয়ক মো. জাকির হোসেন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি প্রদান করেন।
শিক্ষক সমন্বয়ক মো. জাকির হোসেন বলেন, একই যোগ্যতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও আমরা তৃতীয় শ্রেণির গ্রেডে বেতন পাচ্ছি। অথচ আমাদের সমান যোগ্যতায় অনেকেই ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন। এটা স্পষ্টতই একটা বড় বৈষম্য। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। এতে আমাদের দাবীর পক্ষে সকল যৌক্তিকতা ও ন্যায্যতা তুলে ধরা হয়েছে। আমরা আশাবাদী এই সমস্যার দ্রুত সমাধান হবে।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপ ভৌমিক মুঠোফোনে জানায়, শিক্ষক প্রতিনিধিদের মাধ্যমে আমরা একটি স্মারকলিপি পেয়েছি। এটি সংশ্লিষ্ট দফতর বরাবর প্রেরণ করা হবে। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকতারা এই বিষয়ে সিদ্ধান্ত নিবেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24