ডেস্ক নিউজঃ
যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পিয়াল হাসান (২৭) নামে এক যুবদল কর্মীকে নিজ দলের প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার দুপুর ১টার দিকে ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এর আগে মিতালী হল রোডে তার ওপর হামলা করলে দৌড়ে তিনি বিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়েন। পরে সেখানে বোমা হামলা ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে স্থান ত্যাগ করে সংঘবদ্ধ দুর্বৃত্তরা।নিহত পিয়াল মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে।পিয়ালের বাবা কিতাব আলী বলেন, দুপুরের খাবার খাওয়ার জন্য বাজার থেকে বাড়িতে ফিরছিল পিয়াল। এ সময় মিতালী হলরোডে পৌঁছালে তার ওপর হামলা চালায় মোবারকপুর গ্রামের কামারুল ইসলামের ছেলে শামীম রেজা ও শাহীন, আমিরুল ইসলামের ছেলে ডালিম ও রিপন, ইয়াকুব আলীর ছেলে সোহেল, আব্দুস সোবহানের ছেলে মেহেদী ও আইয়ুব এবং ওই এলাকার ইসমাইলসহ অজ্ঞাতরা। তখন পিয়াল নিজের জীবন বাঁচাতে সেখান থেকে দৌড়ে গার্লস স্কুলের মধ্যে ঢুকে পড়ে। এ সময় তার পিছু নিয়ে সেখানে তাকে কুপিয়ে হত্যা করে তারা। অভিযুক্তদের মধ্যে শামীম রেজা পৌর ছাত্রদলের আহ্বায়ক।উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহীন আলম বিপ্লব বলেন, দেড়টার দিকে প্রতিবেশীর মোবাইলের মাধ্যমে জানতে পারি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে একজনের লাশ পড়ে রয়েছে। সেখানে গিয়ে রক্তাক্ত নিথর পিয়ালকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে আসি।
পিয়ালের চাচা সিরাজুল ইসলাম জানান, পিয়াল সম্প্রতি অভিযুক্ত শামীম-শাহীনের বাবা কামারুল ইসলামকে চাকু মারার মামলায় গত বৃহস্পতিবার জেলহাজত থেকে বের হয়েছেন। এ নিয়ে শনিবার সন্ধ্যায় মীমাংসার কথা ছিল। এর আগেই তাকে কুপিয়ে হত্যা করা হলো।ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পার্থ সারথী রায় বলেন, হাসপাতালে আনার আগেই পিয়ালের মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে।ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খাঁন বলেন, পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের আটকে পুলিশের অভিযান চলছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24