সাইফুল ইসলাম,নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীতে খাল সংস্কার দখল মুক্ত ও পুনরায় খনন এবং গ্যাসের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে ফের ভয়াবহ বন্যার আশঙ্কা করছে তারা। বুধবার (৯ এপ্রিল) বেলা ১১টায় কবিরহাট বাজারের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত বছর স্মরণকালের ভয়াবহ বন্যা দেখেছে নোয়াখালীবাসী। বর্ষা মৌসুমে এ বছরও নোয়াখালীর মানুষ পানির নিচে বসবাস করতে হবে। নোয়াখালী খাল পুনরায় খনন না করা হলে এবং দখলমুক্ত না করা গেলে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের দুর্ভোগের শেষ থাকবে না। নোয়াখালী খালের মুখপাতে বামনী নদীর সাথে নোয়াখালী খাল দখল করে কয়েকশ একর জায়গায় আওয়ামী লীগের সময় তাদের নেতা কর্মীরা মাছের প্রজেক্ট তৈরি করে রেখেছে। এ কারণে পানি নিষ্কাশন হওয়া সম্ভব হয় না।
বক্তারা আরও বলেন, খাল দখল নিয়ে আমাদের দুঃখের শেষ নাই। গত বছর এই খাল নিয়ে আন্দোলন করতে গিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন ব্যক্তি নিহত হয়। তারপরেও যদি প্রশাসন এবং সেনাবাহিনী খাল খনন ও দখলমুক্ত করার উদ্যোগ না নেয় তাহলে এটা নোয়াখালীর মানুষ মেনে নেবে না। আমরা উপজেলা ও জেলা প্রশাসনকে সতর্কবার্তা দিচ্ছি যথাসময়ে খাল খনন না হলে এই দাবিতে প্রয়োজনে জেলা-উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তর ঘেরাও করে রেখে হলেও জনগণের এ দাবি আদায় করে ছাড়বো।বক্তারা আরো বলেন কবিরহাট পৌর মেয়র জহুরুল হক রায়হান লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে গ্যাস দিবে বলে কিন্তূ গ্যাসের ছিটে ফোটা ও পায় নি। তাই প্রশাসন সহ সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন অতি দ্রুত যেন গ্যাস সরবরাহ করে কবিরহাট বাসীকে।
পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু বলেন, বিগত দিনে ক্ষমতার দাপটে স্থানীয় ভূমিদস্যুরা খালের দুইপাশে অবৈধ প্রক্রিয়ায় খাল ভরাট করে দোকান নির্মাণে খাল দখলে নিয়ে নেয়। এতে স্থানীয় এলাকায় স্বাভাবিক পানি প্রবাহে বাধা, পানি নিষ্কাশনে অসুবিধা, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, আমাদের দাবি এই প্রক্রিয়ার মাধ্যমে নোয়াখালীর অবৈধ খাল দখল মুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।অন্যদিকে, এ বছর বর্ষা মৌসুম আসার আগে যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জেলার ডিসি থেকে শুরু করে বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তারা উদ্যোগ নিয়ে নোয়াখালী খালসহ সব ধরনের খাল দখলমুক্ত না করে তাহলে সামনের দিকে আরো কঠিন আন্দোলনের ডাক দেবেন বলে মানববন্ধনে বক্তারা জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্চাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠন।উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরাফাতের রহমান হাসান, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলাতে হোসেন খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন,সদস্য সচিব আবদুল বাসেদ হিরণ, স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।
Leave a Reply