মোঃ শাহজাহান বাশার,
গত ৮ এপ্রিল, চট্টগ্রামের মাইজভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে ইসরাইলি হামলার বিরুদ্ধে এক ঐতিহাসিক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাইজভান্ডার দরবারের আওলাদগণসহ বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী এতে অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তারা একযোগে বলেন, “আমরা শুধু প্রতিবাদ করছি না, বরং ফিলিস্তিনের জন্য আল্লাহর কাছে দোয়া করছি।”
বিএসপি চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী এই গণহত্যার বিরুদ্ধে তার বক্তব্যে বলেন, “আমরা দেখছি, ইসরায়েল শুধু যুদ্ধবিরতি লঙ্ঘন করছে না, বরং গাজায় নারীদের, শিশুদের এবং বৃদ্ধদের হত্যা করছে, যা সম্পূর্ণ মানবাধিকারের লঙ্ঘন।” তিনি আরও বলেন, “বিশ্বের শক্তিশালী দেশগুলো, যারা মানবাধিকার এবং শান্তির কথা বলে, তারা কেন চুপ? তারা কেন এই বর্বরতার বিরুদ্ধে কিছু করছে না?”
তিনি মঞ্চ থেকে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, যাতে ফিলিস্তিনের সার্বভৌমত্ব রক্ষিত হয় এবং এই গণহত্যা বন্ধ হয়। তিনি বলেন, “ফিলিস্তিনে আজ যে মানুষগুলো নির্যাতিত হচ্ছে, তাদের জন্য আমাদের সকলের একত্রিত হয়ে প্রতিবাদ করা উচিত। পৃথিবীজুড়ে মুসলমানদের শক্তিশালী কণ্ঠস্বর পৌঁছানো উচিত।”
মানববন্ধনে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, “এটি শুধু এক দেশ বা এক জনগণের সমস্যা নয়, এটি বিশ্বের সকল মানবাধিকারের প্রশ্ন। আমাদের উচিত একযোগে দাঁড়িয়ে ইসরায়েলি বাহিনীর বর্বরতা বন্ধ করা।”
Leave a Reply