বায়েজিদ হোসেনঃ
গাবতলীতে মো. সিফাত নামের সপ্তম শ্রেণির এক ছাত্রে লাশ উদ্ধার করা হয়েছে। সিফাত পৌর শহরের উঞ্চুরকি উত্তর পাড়ার ভ্যান চালক হাফিজার মোল্লার ছেলে এবং গাবতলী পাইলট হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। বগুড়ার গাবতলীতে সিফাত (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে স্থানীয়রা তার লাশ বাড়ির পাশে পুকুরপাড় থেকে উদ্ধার করেছে। জানা গেছে, গাবতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উঞ্চুরকী উত্তরপাড়া গ্রামের হাবিজার রহমান মোল্লার ছোট ছেলে সিফাত মঙ্গলবার সন্ধ্যায় মসজিদে ইফতার শেষে বাড়ি ফেরে। কিছুক্ষণ পর সে আবার বাইরে বের হয়। পরে রাত ৯টার দিকে স্থানীয়রা উঞ্চুরকী ঈদগাহ মাঠসংলগ্ন পুকুরপাড়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, সিফাতকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় হাতের আঙুলের দাগ ছিল। এ ঘটনায় নিহতের মা রুলি বেগম জানান, “আমার ছেলে রোজা রেখেছিল। ইফতার শেষে বাড়ি ফিরে আবার বের হয়। কিছুক্ষণ পর ওর লাশ পাওয়া যায়। নিহত সিফাতের মায়ের সন্দেহ স্থানীয় এক হিজড়া আমার ছেলেকে হত্যা করেছে।
এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, “আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চালাচ্ছে।
Leave a Reply