সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
আসন্ন বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৯ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।সভায় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও বর্ষবরণ শোভাযাত্রা, উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, তিন দিনব্যাপী বৈশাখী মেলা এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল খালেক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন কুমার, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপি ও সদস্য সচিব কামরুল হাসান, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন।এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও সুশীল সমাজের বিশিষ্টজনেরা সভায় অংশগ্রহণ করেন।
Leave a Reply