আবু ইউসুফ সোহাগ,ময়মনসিংহ বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের বায়তুল হুদা মাদ্রাসার হিফজুল কুরআনের সবক প্রধান ও শিশু শিক্ষা প্রদর্শনী উপলক্ষে এক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ অক্টোবর ২৪ রোজ শনিবার সকাল ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে হাফেজ আবুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন শায়খুল হাদীস মাওলানা আবুল হাসিম, প্রধান মুফতি জামিয়া খামারিয়া মাদ্রাসা নান্দাইল, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোমতাজউদ্দিন হায়াতপুরী , খতিব সিংরইল দারগাবাড়ী জামে মসজিদ, নান্দাইল। মুফতি আলী আহমাদ, প্রতিষ্ঠাতা পরিচালক দারুলউলুম মহিলা মাদ্রাসা দিলালপুর।
মুফতি দেলোয়ার হোসাইন রিয়াজী, খতিব সিংরইল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ।
সবক প্রধান করেন শায়খুল হাদীস মুফতি আবুল হাসিম, এসময় উপস্থিত ছিলেন হাফেজ মুহাম্মদ রাকিবুল হাসান গাজী, প্রতিষ্ঠাতা মোহতামিম বায়তুল হুদা মাদ্রাসা। আরো উপস্থিত ছিলেন হাফেজ সাঈম,নুরানি শিক্ষক এবং মাষ্টার মোঃ জাকির হোসাইন সহ অভিভাবক ও এলাকার গণ্যমাণ ব্যাক্তিরা।
পরে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
Leave a Reply