শাহাদাত কামাল শাকিল:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাছির উদ্দীন শোধন আর্মি কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার (৯ মার্চ ) বাদ যোহর ব্রাক্ষনপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের চৌব্বাস পশ্চিম পাড়া আল মদিনা জামে মসজিদ মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সৈয়দ ফারহান পৃথা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্বজনরা পারিবারিক কবরস্থানে তার লাশের দাফন সম্পন্ন করেন। গার্ড অব অনার অনুষ্ঠানে উপপরিদর্শক (এসআই) ডি,এম,এ মজিদ,সহ ওনার টিম,উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলী,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম,বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার,আরও উপস্থিত ছিলেন,শিদলাই দরবার শরীফের পীর সাহেব মাও. রুহুল আমীন, মাওলানা আব্দুর রহমান,ক্বারি শরীফুল ইসলাম সরকার, মাও. যোবায়ের আল হানাফি, কাজী খায়রুল আমিন,কাজী ছফিউল্লাহ সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছ, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন শোধন (৭২) দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গত শনিবার (০৮ মার্চ ) রাত্র ৮টা ২০ মিনিটের সময় মৃত্যুবরণ করেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাছির উদ্দীন শোধন বাংলাদেশ সেনাবাহিনীতে ০১/০১/১৯৭১ সালে যোগদান করেন। রেজিমেন্টে ৪৮ ই বেঙ্গল, কর্পোরাল পদ থেকে ৩১/১২/১৯৯৭ সালে অবসর গ্রহন করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ও পাঁচ ছেলে এবং দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24