মোঃমোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দুর্গাদহ বাজার মসজিদের দ্বিতীয় তলায় ভাদসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ৯ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাদসা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে অফিস উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় শূরা সদস্য, জয়পুরহাট জেলা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির জনাব মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইমরান হোসেন এবং তরুণ উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবদুল বাতেন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জামায়াতের কার্যক্রমের গুরুত্ব এবং সমাজ উন্নয়নে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। উপস্থিত সকল নেতৃবৃন্দ নতুন অফিসটি ভাদসা ইউনিয়নের কার্যক্রম আরও গতিশীল করতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply