বাবুল রানা:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেংরী মৌজার দুটি ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৮মার্চ) বিকেলে মধুপুর পৌরসভাধীন টেংরি গোরস্থান এলাকায় এ অভিযান পরিচালনা করেন মধুপুর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
এসময় বিএসটিআই-এর অনুমোদন ব্যতীত নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বুন্দিয়া, খুরমা, নিমকি তৈরিতে নিষিদ্ধ রং ও পোড়া তেলের ব্যবহার ইত্যাদি অপরাধে দুই ফ্যাক্টরি মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। পাশাপাশি নিষিদ্ধ রঙের ব্যবহার বন্ধের নির্দেশ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক ভাবে সহযোগিতায় ছিলেন মধুপুর সেনা ক্যাম্পের একটি চৌকস দল।
পুরো রমজান মাস জুড়ে এ অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান এ-ই আপোষহীন প্রশাসক রিফাত আনজুম পিয়া।
বাবুল রানা
মধুপুর টাঙ্গাইল
০৮-০৩-২০২৫
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24