রফিকুল ইসলাম রফিক - কুড়িগ্রাম প্রতিনিধি:
"অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে কুড়িগ্রাম জেলা ও উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক “নারী দিবস”-২০২৫ উৎযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
৮ মার্চ শনিবার (৮ মার্চ ) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্বপ্নকুড়ি হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা, বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মাহফুজুর রহমান এতে বক্তব্য রাখেন- জেবুন নেছা উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রাম। আরও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মাহফুজার রহমান খন্দকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, প্রেসক্লাব কুড়িগ্রাম, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, নির্বাহী পরিচালক সলিডারিটি কুড়িগ্রাম, জেমস উজ্জল শিকদার প্রমুখ।
এদিকে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে সকাল ১১টায় ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের যৌথ আয়োজনে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস), এনআরকে-টেলিথন ও প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় একটি র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: হোসনে আরা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী কর্মকর্তা আবুল আহাদ, ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, পরিবার পরিকল্পনা অফিসার রিয়াজুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের বিকল্প তথ্য কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রমুখ।
অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে জেলার উলিপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার সকাল ১১টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিনের সঞালনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শংকর কুমার দেব শর্মা, আরডিআরএস সিএনবি প্রকল্পের আয়শা আক্তার, প্রমুখ ।
অপরদিকে কুড়িগ্রামের চিলমারীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরনীর মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে ও এনজিও ফ্রেন্ডশিপ, ব্রাক, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ, চিলমারী উদয়ন নারী ফেডারেশন ও আর,ডি,আর,এস বাংলাদেশ এর সহযোগিতায় একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, চিলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারীর সভাপতি সহকারী অধ্যাপক মো, মনিরুল আলম লিটু, চিলমারী মডেল থানার সাব-ইন্সপেক্টর দিপ্তটপ্য ও চিলমারী উদয়ন নারী ফেডারেশনের সভানেত্রী মোছা: মুন্নী বেগম প্রমুখ। শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24