রাজবাড়ী – প্রতিনিধি:
দেশব্যপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুল বাজারে বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপি।
গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারী) সন্ধা ৭ টার দিকে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন যুবদলের আয়োজনে বিএনপি’র একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে অংশনেয় মৌরাট ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংঘঠনের নেতাকর্মীরা।বিক্ষোভ মিছিলটি মৌরাট ইউনিয়নের বাগদুল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ করে তারা।
মৌরাট ইউনিয়ন যুবদলের সভাপতি ফরিদ হাসান বিশ্বাসের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্যে রাখেন পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ,সাধারণ সম্পাদক সেলিম সর্দার, পাংশা উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সজীব রাজা প্রমুখ।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপি, সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, মৌরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক বিশ্বাস,মৌরাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম লষ্কর,,সিনিয়র সহসভাপতি, রফিকুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি ও মোরাট ইউনিয়ন যুবদলের ছাত্র বিষয়ক সম্পাদক মনির হোসেন মিঠু সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বিএনপি নেতারা বলেন,
শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। আর তার দোসররা দেশে নৈরাজ্য করছে। সকল প্রকার নৈরাজ্য ও সন্ত্রাস বন্ধে বিএনপি নেতাকর্মীরা মাঠে থেকে প্রতিহত করবে। তাদের ফাঁদে কেউ পা দিয়ে পাংশার পরিবেশ নষ্ট করবেন না। আমরা সকলে শান্তিতে বসবাস করতে চাই।
শেখ হাসিনার সব ষড়যন্ত্রকে কঠোরভাবে প্রতিহত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
Leave a Reply