পেয়ার আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি:
বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে রানীশংকৈলে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে রানীশংকৈল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে রানীশংকৈল উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে রানীশংকৈল উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান,জামায়াতের সেক্রেটারী রজব আলী, মোকাররম হোসেন,আনারকুলি,মনিরা বানু বক্তব্য শেষে ৫ জয়ীতাকে সম্মাননা করা হয় |
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএসডিওর খায়রুল ইসলাম ।
Leave a Reply