ফারিছ আহমদ, হোসেনপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর গন্ধব্যপুর বাজারে গত ৮ তারিখ থেকে শুরু হয়েছে ন্যায্য মূল্যের সবজির দোকান। মান্দারী ইউনিটি ফাউন্ডেশনের উদ্যেগে গন্ধব্যপুর বাজারে ন্যায্য মূল্যে সবজি বিক্রি হচ্ছে।
সহযোগিতায়
* দেশ প্রবাসী কল্যাণ সংস্থা ও
* মানব কল্যাণ ফোরাম ও ব্লাড ব্যাংক।
সবজির ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য এই উদ্যোগ নিয়েছে তারা । গরিব ও অসহায়, মধ্যবিত্ত পরিবারের লোকজন বাজার করে ঠিকঠাক খেতে পারে তার জন্যেই এই উদ্যোগ।দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাজার করতে কষ্ট হওয়ায় ছাত্র সমাজের উদ্যোগে জনস্বার্থে নৃত্য পণ্য ও সবজির দোকান দেওয়া হয়। নভেম্বরের ৮তারিখ থেকে শুরু হয় এই কার্যক্রম। এখানে প্রতিটি সবজির দাম রাখা হয়েছে:-
লাউ_৩৫৳
মরিচ-১৪০৳
চাল কুমড়ো -৪০৳
মিষ্টি কুমড়ো - ৫৯৳
করলা-৭৫৳
জলপাই-৪৫৳
বঢবটি-৭৫৳
সোসিন্দা-৫০৳
লেবু-৭৳
লাল শাক-১০৳
টমেটো -১৪০৳
শসা-৩৫৳
ছড়া-৭০৳
পটোল -৫৫৳
দোকান এর উদ্যোগে উপস্থিত ছিলেন মান্দারী ইউনিটি ফাউন্ডেশন এর কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন সদস্য জোবায়ের দেশ প্রবাসী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আলম ,ইউসুপ ও আরাফাত। আগামীতেও তারা এই কার্যক্রম চালু রাখবে বলে জানিয়েছে
ফারিছ আহমদ
হোসেনপুর প্রতিনিধি, হোসেনপুর
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24