মোঃ মিজানুর রহমান:
চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৮ এপ্রিল) সকাল ৯টার দিকে আমিরাবাদ সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ রফিকের সঞ্চালনায় এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য জাফর আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, লোহাগাড়া উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবচার, দাতা সদস্য মহি উদ্দিন মোস্তাফা আমিন,দাতা সদস্য জসিম উদ্দিন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য সুপর্ণা নন্দী, আমিরাবাদ সুখছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা বেগম,তরনীসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ,মৌলবী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ প্রীতিকণা দাশ।আরো উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষ আমিনুল ইসলাম,আবু ইউসুফ, শেলী পাল,মণিকা দাশ,আতিকুল হক,আব্দুল কাদের, মোহাম্মদ পারভেজ, অনামিকা দে,ফরিদুল আলম,মোহাম্মদ মচরুর আজম,নাজমুন ইসলাম ও অফিস সহকারী সাইফুল ইসলাম প্রমুখ। ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ ফয়সাল,মৈত্রী চৌধুরী, জাকিয়া আক্তার, বিউটি আক্তার।
প্রধান অতিথির বক্তব্য জাফর আলম চৌধুরী বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনে তোমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে।দেশের সু শাসন প্রতিষ্ঠায় তোমাদেরকে যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে।তখন দেশ দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার।শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল প্রতিষ্ঠা করে হত দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের পড়া লেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।যার সুফল দেশের স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা ভোগ করছে বলে জানান।
Leave a Reply