নুর আলম (সাদ্দাম), শ্রীবরদী উপজেলা প্রতিনিধিঃ
শেরপুরের সদর উপজেলার ধলা ইউনিয়নের বন্যার্থদের মাঝে ত্রান বিতরন করলেন গণ অধিকার পরিষদ ৷ গত ৫ই অক্টবোর ভারি বৃষ্টির ফলে উজান হতে ধেয়ে আসা পাহাড়ি ঢলের কারনে সোমেস্বরী ( পাগলা ) নদীর পানি অসাবাভাবিক ভাবে বৃদ্ধি পেয়ে ধলা ইউনিয়ন সহ অশে পাশের আরো তিনটি ইউনিয়নকে প্লাবিত করে ৷যার ফলে পানি বন্দি হয়ে পরে শত শত পরিবার ৷ বিচ্ছিন্ন হয়ে পরে সকল ধরনের যোগাযোগ ব্যাবস্থা এবং দেখা দেয় খাদ্য ও বিষুদ্ধ পানির সংকট ৷ গণ অধিকার পরিষদ গত ৮ই অক্টবোর মঙ্গলবার শুকনো খাবার হিসেবে চিড়া,মুড়ি,খাবার স্যালাইন, নাপা ট্যাবলেট ও হিস্ট্রাসিন ট্যাবলেট বিতরন করেন ৷
এসময় যুব অধিকার পরিষদের কেন্দ্রিয় যুগ্ম সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম মেহেদী বলেন যে বন্যা সাভাবিক না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সকল প্রকার মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং এরই ধারাবাহিকতায় বন্যা পরর্বতী পুনর্বাসন কার্যক্রম চলমান থাকবে ৷ জেলা যুব অধিকার পরিষদ এর সভাপতি মাজহারুল ইসলাম মাসুদ বলেন গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে সারাদেশে আমাদের যে কোনো ধরনের মানবিক সহায়তা কারেযক্রম অব্যাহত থাকবে ৷ উক্ত ত্রান বিতরনের সময আরো উপস্থিত ছিলেন শেরপুর জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক
আবির আহাম্মেদ সুজন ও সহ সভাপতি শফিকুল ইসলাম মিজান সহ ভিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ৷
Leave a Reply