সন্দ্বীপ,চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সন্দ্বীপে সন্দ্বীপ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গত ৩১শে জানুয়ারি একটি স্থানীয় হোটেলে কমিটি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্তক্রমে হাসানুজ্জামান সন্দ্বীপিকে আহ্বায়ক, পুষ্পেন্দু মজুমদারকে যুগ্ম-আহ্বায়ক ও কামরুল হাসানকে সদস্য সচিব ও ৫ জন সম্মানিত সদস্য নিয়ে কমিটি গঠিত হয়।
সম্মানিত সদস্যদের মধ্যে রয়েছেন ইলিয়াস সুমন, এমদাদ হোসেন, মাহবুবুর রহমান, আলী হাসান, আব্দুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন সাজিদ মোহন সহ আরো কয়েকজন সংবাদ কর্মী।
সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন, সদস্য বৃদ্ধি করন ও সংবিধান প্রস্তুতের সিদ্ধান্ত গৃহীত হয়।
সংবিধান কমিটি ও সদস্য বৃদ্ধিকরনের গঠনকল্পে গতকাল ৭ই ফেব্রুয়ারি আরও একটি নির্ধারিত সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সংবিধান খসড়া কমিটি অনুমোদিত হয়। সংবিধান খসড়া কমিটিতে রয়েছেন সাইফুল ইসলাম ইনসাফ, কেফায়েত উল্লাহ কায়সার, মান্নান নাবিল, পুষ্পেন্দু মজুমদার, হাসানুজ্জামান সন্দ্বীপি।
এ সময় উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন সৌরভ, রিয়াদুল মামুন সোহাগ, পুষ্পেন্দু মজুমদার, সাইফুল ইসলাম ইনসাফ, এমদাদ হোসেন, সাজিদ মোহন, ইলিয়াস সুমন, জাহেদ, হাসানুজ্জামান সন্দীপী, কামরুল হাসান, নজরুল ইসলাম, মাহবুবুর রহমান, জাহিদুল ইসলাম, এম এ মান্নান নাবিল। উপস্থিতিদের ফরম পূরণের মাধ্যমে সদস্যভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply