কবি: কাওসার মাহমুদ
আমি ধর্ষণ বুঝিনা তবুও আমি ধর্ষিতা।
কী দোষ ছিলো আমার?
একটু আনন্দের জন্য আমি আসি বোনের বাড়ি, এটা জানতাম সবচেয়ে নিরাপদ।
এটাই কি ছিল আমার অপরাধ?
আমি তো মানুষ ছিলাম,
তবে কেন অমানসিক নির্যাতন পোহাতে হলো আমায়?
পশুর মত আচরণ করা হয় আমার দেহে!
শুকনো রুটির মতো ছিড়ে খাচ্ছিল জানোয়ার গুলো।
আমার চিৎকার কেউ আটকে দিয়েছিল গলা চেপে,
আমি দুর্বল আমি নিষ্পাপ এটাই কি ছিল আমার দোষ?
আমি আসিয়া গোটা বিশ্ব জানে আমার হাল।
আমি জীবনের মানে বুঝিনা,
তবু কেন আজ বাঁচতে ইচ্ছে করছে না!
বলতে পারো হে সুশীল সমাজ?
আমি অবুঝ, আমি মিষ্টি, আমি কোমল এটাই কি ছিল আমার অপরাধ?
আসিয়া আর বাচঁতে চায় না ।
আর কত আসিয়া সম্ভ্রম হারিয়ে জীবন দিলে,
নর পশুদের পিপাসা মিটবে?
আমি আসিয়া মুমূর্ষ অবস্থায় বলছি,
এই পৃথিবীতে একটি ধর্ষকও যেন বেঁচে না থাকে।
Leave a Reply