ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন আল আজহার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদিত হয়েছে। আজ সোমবার ১০/০৩/২০২৫ ইং তারিখ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. বিপ্লব গাঙ্গুলি কর্তৃক স্বাক্ষরিত এক আদেশ/পত্র সূত্রে এ তথ্য জানা যায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর ২০২৪ সালের প্রবিধান ৬৪ অনুসারে ০৬ মাসের জন্য ০৪ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি পদে শিক্ষা বোর্ড কর্তৃক মো: সাহাব উদ্দিন কে মনোনীত করা হয়। শিক্ষক প্রতিনিধি হিসেবে জেলা শিক্ষা অফিসার কর্তৃক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক আব্বাছ উদ্দিন কে মনোনীত করা হয়। অভিভাবক প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক আবু মুসলিম মো: জুনাইদ কে মনোনীত করা হয়। তাছাড়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে মনোনীত হন।
দুইটি শর্ত সাপেক্ষে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। শর্তসমূহ হলো: (ক) এই এডহক কমিটিকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা-২০২৪ এ বর্ণিত প্রবিধান ১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুসারে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে। (খ) প্রবিধান ৬৫(২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ১২/০৪/২০১১ ইং তারিখের শিম/শা: ১১/১০-১১/২০০৯/১৭১ সংখ্যক স্মারকে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী এডহক কমিটি শিক্ষক কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24