হুমাইরা কনা:
ঢাকা জেলার আশুলিয়া থানা নরসিংহ পুরের সেকাব্বর সরদার( ৬০) পিতা কফু সরদার এর বিরুদ্ধে জমির মালিক কে মারধর করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
থানার অভিযোগ সূত্রে জানাযায় মোঃ মজিবুর রহমান(৭১) পিতা মৃত পেরা মিয়া, সাং হাসান হাটা, থানা পলাশ, জেলা নরসিংদী।
বর্তমানে তিনি আশুলিয়া থানার নরসিংহ পুর ওয়াসিউর রহমান এর বাড়ির ম্যানেজার। তিনি অভিযোগ করেন পৈতৃক সূত্রে আশুলিয়া থানাধীন দিয়াখালী মৌজায় ২৬ শতাংশ জমিতে দির্ঘ ৮ বছর যাবত ভোগ দখল করে আসছেন।
১ নং বিবাদী সেকাব্বর সরদার গং দের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৪ /০২/ ২৫ আনুমানিক সকাল ৯ ঘটিকার সময় ১ নং বিবাদী সেকাব্বর সরদার গং সহ মজিবুর রহমানের জমির দেওয়াল প্রাচীর ভেঙে ফেলে। মুজিবুর রহমান বাধা দিতে গেলে তাকে ১ নং বিবাদী সেকাব্বর সরদার গং সহ এলোপাথাড়ি মারধর শুরু করে মজিবুর রহমান তখন দৌড়ে কোনরকম নিজেকে রক্ষা করেন।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা অভিযোগ গ্রহণ করেছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply