আহাদুজ্জামান আকাশঃ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানাধীন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ফুটপাত হকার মুক্ত ও অবৈধ স্থাপনাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কোনাবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে মহানগরের কোনাবাড়ীতে এ অভিযান পরিচালনা করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডা.মোহাম্মদ নাজমুল করিম খন্দকার এর নির্দেশে কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার আবু মোহাম্মদ নাসের আলামিন উচ্ছেদ অভিযানের নেতৃত্বদেন।স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসানোর কারণে মহাসড়কে যানজট লেগে থাকত। এতে সড়কপথে যাতায়াতকারী যানবাহনের সাথে স্থানীয়দেরও ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থী কর্মজীবী মানুষের চলাচলে বিপত্তি সৃষ্টি হতো। ফুটপাতে উচ্ছেদ অভিযানের ফলে সাধারণ জনগণের মাঝে স্বস্তি ফিরেছে এবং নির্বিঘ্নে চলাচল করতে পারছে।দীর্ঘদিন ধরে একটি অসাধুচক্র ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। আজকে ফুটপাত উচ্ছেদ করার কারণে আমরা সাধারণ জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারব।গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার আবু মোহাম্মদ নাসের আলামিন বলেন,আমরা পুলিশ কমিশনার স্যারের নির্দেশক্রমে ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। তিনি বলেন, আমরা জানতে পারি কিছু অসাধু ব্যক্তি ফুটপাত দখল করে সাধারণ মানুষদেরকে ভোগান্তিতে ফেলে। আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ফুটপাতে অবৈধ স্থাপনা মুক্ত করেছি। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আমাদের এই অভিযান চলমান এবং পরবর্তীতেও এ অভিযান অব্যাহত থাকবে। যাতে করে সাধারণ মানুষ ফুটপাত দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে।
Leave a Reply