মোঃ অমিদ হাসানঃ
ইটভাটা ভাঙার প্রতিবাদ ও শ্রমিকদের অধিকার রক্ষার দাবিতে শহরে বিক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
ঝিনাইদহ, ১০ মার্চ: ইটভাটা বন্ধ ও ভাঙার প্রতিবাদে ঝিনাইদহ আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছে ইটভাটা শ্রমিকরা। সোমবার (১০ মার্চ) সকালে জেলার বিভিন্ন স্থান থেকে আসা শত শত শ্রমিক ১০টি বাসে করে শহরে জড়ো হন এবং বিক্ষোভ মিছিল করেন।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে গিয়ে শেষ হয়। শ্রমিকরা শ্লোগান দিয়ে দাবি করেন, তাদের কর্মসংস্থান রক্ষার জন্য ইটভাটা বন্ধ বা ভাঙার সিদ্ধান্ত বাতিল করতে হবে। তাদের আরও দাবি, বেতন বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে এবং শ্রমিকদের মৌলিক অধিকার রক্ষা করতে হবে।
শ্রমিক নেতারা জানান, সরকার ও প্রশাসন যদি ইটভাটা বন্ধ বা ভেঙে দেয়, তাহলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে, যা তাদের জীবিকার ওপর মারাত্মক প্রভাব ফেলবে। তারা অবিলম্বে ইটভাটা রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন এবং তাদের দাবি না মানা হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শ্রমিকদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।
Leave a Reply