সিয়াম বাবু স্টাফ -রিপোর্টার বগুড়াঃ
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি বাংলাদেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। মাগুরায় একটি ছোট শিশুকে ধ’র্ষণ করে হ’ত্যা করা হয়েছে, সেই হ’ত্যাকারীর বিচার চায় ছাত্রদল। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যেই এই ধ’র্ষণকারীর বিচার দেখতে চায়। দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীরা অবাধে চলাফেরা করবে। নারীদের কোন রকম স’ন্ত্রাসী কায়দায় ইভটিজিং করতে না পারে সেই দিকে খেয়াল রাখবে ছাত্রদল নেতৃবৃন্দ। দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনার সরকার বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জিম্মি করে রেখেছিল। শিক্ষা প্রতিষ্ঠানে মাদক, নারী ই’ভটিজিং এবং সকল স’ন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে ছাত্রলীগ। ছাত্রদল স’ন্ত্রাসী কর্মকাণ্ড সর্বদাই প্রতিহত করেছে। ছাত্রদলের রাজনীতি হবে শিক্ষা এবং সেবামূলক রাজনীতি। ধর্ষকদের বিচার সঠিকভাবে করতে না পারে তাহলে বাংলাদেশে নতুন ভাবে আবার আগুন জ্বলবে। যেভাবে ৫আগস্টের আন্দোলন বাংলাদেশের জনগণ সফল করেছিল। ধ’র্ষকদের বিচার করতে বাংলাদেশের জনগণকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিং’সতা, নিপী’ড়ন, ধ’র্ষণ, অনলাইনে হে’নস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সোমবার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্রনেতা রাফিউল আল আমিন, রজিবুল ইসলাম শাকিল, আতিকুল ইসলাম বিপ্লব, নাসিফ আল ফায়েদ মারফী, অনিক আহম্মেদ অর্ক, সানভীর ইসলাম সিয়াম, ফাহাদ নুর ইসলাম, আল আমিন সনি, রিয়াজ আহম্মেদ, মাসুদ রানা, জিহাদ রহমান, সারোয়ার সাকিব, মোত্তাকিন, জীম, মুরাদ, নোমান সাব্বির, সামিউর সাব্বির,হাবিব, ইমরুল, রাব্বি, সৈকত, মিলন,রাকিব, লিখন, রিশান, ফয়সাল, নোমান, রকি, ওবাইদুর, নাইম, আল আমিন, তানজিল, নাবা, সুরভি, জয়াসহ কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
Leave a Reply