ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী স্বর্গীয় বাবু গৌতম চক্রবর্তীর নিজ হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান বেকড়া বিশ্বেশ্বর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ২৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী’২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ১০ ফেব্রুয়ারি’২০২৫) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকাল ১০:০০ ঘটিকায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে সহকারী শিক্ষক কহিনুর মিয়া ও সহকারি শিক্ষক মো.আব্দুস সবুর এর যৌথ পরিচালনায় এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত,গীতা পাঠের মাধ্যমে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার মূল কার্যক্রম শুরু হয়।
বিদ্যালয় অধ্যানরত ছাত্রছাত্রীরা আলাদা আলাদা বিভাগে বিভক্ত হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেকড়া বিশ্বেশ্বর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: তোফায়েল আহমেদ বাসেদ, নাগরপুর উপজেলা বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রভাষ চক্রবর্তী, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফজলুর রহমান, গয়হাটা উদার তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল মিলন, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ সোহেল রানা, বেকড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ শামসুল হক,শহীদ ক্যাডেট স্কুল নাগরপুরের পরিচালক সাবিনা ইয়াসমিন, প্রবাসী মো: সুমন শিকদার প্রমুখ।
এছাড়াও বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক নুরুল আলমসহ কর্মরত সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, ছাত্র-ছাত্রী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
Leave a Reply