রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক ভবনের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে ক্যাশিয়ারের রুমের আলমারি ভেঙ্গে রুম তছনছ করেছে দুর্বৃত্তরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস সূত্র জানা যায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার অফিস করে সকলে চলে যায়। শুক্রবার অফিস সাপ্তাহিক বন্ধ ছিলো। শনিবার সকালে এসে অফিসের কর্মচারীরা ভবনের তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখতে পান প্রশাসনিক ভবনের জানালার গ্রিল কাটা এবং ভবনে থাকা অফিস ক্যাশিয়ারের রুমের তালা ভাঙ্গা। পরে ক্যাশিয়ারের রুমে প্রবেশ করে দেখতে পায় রুমের ভিতর গুরুত্বপূর্ণ নথি যে আলমারিতে রাখা হয় সে আলমারি ভেঙ্গে বিভিন্ন জিনিস তছনছ করে রেখে ফেলা হয়েছে। পরে তারা তাদের ঊর্ধ্বতন কতৃপক্ষকে বিষটি জানান।
তবে এসব বিষয়ে কাউকে না জানিয়ে বিষয়টি গোপন রাখতে নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হারুন অর রশীদ।
এসব বিষয়ে হাসপাতালের দায়িত্বে থানা নৈশ্যপ্রহরী জাহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আমি এসে বিষয়টি জেনেছি এবং বিষয়টি আমি বাহিরে প্রকাশ করতে চাইনি। আপনারা নিউজ না করলে ভালো হয়। আপনাদের অনুরোধ আপনারা নিউজ করবেন না। নিউজ করলে যদি চোর ধরা না যায় তাহলে এর দায়ভার কি আপানারা নিবেন? আমি চাচ্ছি পুরো সিন্ডিকেটকে ধরতে।
কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মন্জুর -এ - মুর্শেদ বলেন, প্রাথমিক ভাবে থানায় মামলা করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। আমরা আগে পুলিশের ভূমিকাটাই দেখতে চাচ্ছি।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজ্ঞাত পরিচয়ে মামলা দায়ের করেছে। যার মামলা নং ০৩/৪-১-২৫। তদন্ত করে আসামীদের আইনের আওতায় আনা হবে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24