মোস্তফা আল মাসুদ:
বগুড়ায় সন্ধ্যায় ছুরিকাঘাতে যুবক নিহত।মোঃ ফাহিম (১৮)পিতাঃ মোঃফরহাদ,গ্রামঃ চকফরিদ কলোনী,থানা ও জেলাঃ বগুড়া সদরবগুড়া ঠিকানার একজন।সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ছুরিকাঘাতে নিহ*ত হয়েছে। ঘটনাস্থলঃ বগুড়া সদর থানাধীন বগুড়া সরকারী পলিটেকনিক কলেজ এর সামনে ধারালো অস্ত্র দিয়ে মেরে চলে যায় স্থানীয় লোকজন শজিমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
Leave a Reply