সিয়াম বাবু -স্টাফ রিপোর্টার বগুড়াঃ
গত রোববার রাতে শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে রংপুর মর্ডান মোড়, দিনাজপুরের হাকিমপুর, বগুড়া সদর ও শিবগঞ্জ থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো বগুড়া শিবগঞ্জ থানার রিপন মিয়া, লিটন মিয়া ও মুক্তার হোসেন, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার দেলোয়ার হোসেন, বগুড়া কাহালু থানার ইউনুছ আলী, নওগাঁ জেলার রানীনগর থানার ময়নুল প্রামানিক, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মোমিনুল ইসলাম, রংপুর জেলার মিঠাপুকুর থানার দুলাল মিয়া, গাজীপুর সদর থানার বেলাল হোসেন, জয়পুরহাট জেলার কালাই থানার রাসেল, বগুড়া সদর থানার এনামুল হক ও আব্দুল বারী।
শিবগঞ্জ থানার এসআই আল-মামুন জানান, গরু চুরির ঘটনায় গ্রেফতার রিপন এর দেওয়া তথ্য মতে বিভিন্ন জেলা ও থানা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের দেওয়া তথ্য মতে একটি মিনি ট্রাক ও ২টি ষাঁড় গরু উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, সোমবার গ্রেফতারকৃত গরুচোর চক্রের সদস্যদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply