সিয়াম বাবু – স্টাফ রিপোর্টার বগুড়া:
বগুড়া জেলা যুবদলের সদস্য ঝিনুক ও তার বড় ভাই কাঞ্চনের নেতৃত্বে কানুছগাড়ি বণিক সমিতির ব্যবসায়ী আবুল কালাম আজাদকে মারধর, ব্যবসা প্রতিষ্ঠানে হামল ও ক্যাশবাক্স থেকে টাকা লুটের ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বণিক সমিতির নেতৃবৃন্দ।
আজ ১০ ফেব্রুয়ারি সোমবার বেলা ১২টায় শহরের পিটিআই মোড়ে কানুছগাড়ী বণিক সমিতির আয়োজনে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে কানুছগাড়ী বণিক সমিতির ব্যবসায়ীরা বলেন, নবগঠিত বগুড়া জেলা যুবদলের সদস্য কামরুল হাসান ঝিনুক ও তার বড় ভাই জিলহাজ উদ্দিন কাঞ্চন, সাদমান, সাকিবসহ ১০/১২জন অস্ত্রধারী সন্ত্রাসীরা গত রবিবার কানুছগাড়ী বণিক সমিতির ব্যবসায়ী আবুল কালাম আজাদ ও তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের উপর হামলা চালায় এবং ক্যাশ বাক্স থেকে নগদ ৪লাখ ৫০হাজার টাকা ছিনিয়ে নেয় এবং হত্যার উদ্দেশ্যে মারধার করে ও প্রাণনাশের হুমকি দেয়। বিগত ১৭বছর এই কাঞ্চন-ঝিনুক বাহিনী তাদের জামাতা বগুড়া জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর’র নেতৃত্বে ক্ষমতা বলে এলাকায় অধিপত্য বিস্তার করে ভূমি, জবর দখল, মাকদ ব্যবসাসহ বিভিন্ন অবৈধ অপকর্মে লিপ্ত ছিলেন। পিটিআই মোড় থেকে শুরু করে কানুছগাড়ী পুরো এলাকার ব্যবসায়ী এবং সাধারণ জনগণ তাদের দুই ভাইয়ের সন্ত্রাসী কর্মকান্ডে ভীত সন্ত্রস্ত কেউ সাহস করে কথা বলতে পারে না। আমরা ব্যবসায়ীরা সমিতির পক্ষে থেকে জোড় দাবি জানাচ্ছি যে, ভবিষ্যতে এই রকম সন্ত্রসী কর্মকান্ড আর করতে না পারে সেই জন্য বগুড়া জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী কেএম, এ জোবায়ের, মো: সেলিম রেজা, মো: রাসেল, রনি মুন্সি, মো: এহতেশাম মো: নিন্টু, উজ্জল হোসেন, মো: রাজা, আবু বক্কার, কুদরাতই খুদা বাবু ও টিটু।
Leave a Reply