মোঃ ইমরান হোসেন:
গত ৯/৩ /২০২৫ আইনশৃঙ্খলার অবনতি শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর, গত ৭-৩ -২০২৫ তারিখ বটিয়াঘাটায় ইজিবাইক চালককে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নেইএবিষয়ে বটিয়াঘাটা থানায়একটি হত্যা মামলা দায়ের হয়। মামলা নাম্বার ৮তারিখ ৭/৩/২৫ মামলার সূত্র ধরে অনলাইন ডিভাইসের মাধ্যমে খুলনা জেলার ডিবি পুলিশের সহায়তায় আসামিদের আটক করতে সক্ষম হয়। আসামি ১। হাসান নকিব (৪২) কে বাগেরহাট জেলার সি এন্ড বি বাজার থেকে গ্রেফতার করে ২।রেশমা বেগমকে খালিশপুর থানার তানজিমের বাড়ির নিচতলা থেকে রাত্র ১১ টার সময় গ্রেফতার করে। আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দীর মাধ্যমে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত চা পাতি টি, হেতালবুনিয়া খেজুরতলা ব্রিজের নিচ থেকে থানা পুলিশ উদ্ধার করে। ছিনিয়ে নেওয়া ইজিবাইক টি বাগেরহাটের সিএনবি বাজার থেকে উদ্ধার করা হয়। আসামি দুজনই স্বামী স্ত্রী সম্পর্ক,তারা পূর্বপরিকল্পিতভাবে ইজিবাইকটি ছিনতাই এর উদ্দেশ্যে এই হত্যাকাণ্ডটি সংগঠিত করে বলে আসামিরা স্বীকারোক্তিতে জানা যায়।
Leave a Reply