মোঃ সিহাবুল আলম সম্রাট:
বাংলাদেশ জামায়াতে ইসলামী'র রাজশাহী জেলার আসন গুলোতে জামায়াতের মনোনয়ন দিয়েছে। জেলার ০৬ টি আসনের মধ্যে ০৫ টিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছে।
রোববার সন্ধ্যায় রাজশাহী মহানগর জামায়াতের কার্যালয়ে মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী অঞ্চলের অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
রাজশাহীতে একটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। এ আসনটি সম্ভাব্য প্রার্থী এখনো চুড়ান্ত হয়নি বলে জানিয়েছেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সেক্রেটারি আশরাফুল আলম ইমন।
রাজশাহীর পাঁচটি আসনের জামায়াতের প্রার্থীরা হলেন, রাজশাহী- ০১ (গোদাগাড়ী-তানোর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, রাজশাহী- ০৩ (পবা-মোহনপুর) আসনে পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাশিয়াডাঙ্গা থানা জামায়াতের সুরা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী- ০৪ (বাগমারা) আসনে জামায়াতের রোকন ডা. আব্দুল বারি সরদার, রাজশাহী- ০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান লিটন ও রাজশাহী- ০৬ (বাঘা-চারঘাট) আসনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক।
রাজশাহী-১ আসনের দলীয় প্রার্থী জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান একবার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর পর তিনি একাধিকবার এ আসন থেকে দলীয় মনোনয়ন পান। তার বাড়ি গোদাগাড়ী উপজেলায়।
রাজশাহী-৩ সংসদীয় আসনে প্রথম বার মনোনয়ন পেলেন অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের টানা ২৭ বছর ধরে চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করছেন। মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা শাখার সুরা কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ বেলপুকুর আইডিয়াল কলেজের সহকারি অধ্যাপক ছিলেন।
রাজশাহী-৪ আসনের ডা. আব্দুল বারি সরদারও প্রথম বারের মত দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি গত নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। জমায়াতের রোকন আব্দুল বারি চিকিৎসা সেবাসহ নানা সমাজ সেবামূলক কর্মকান্ড চালিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন।
অপরদিকে, রাজশাহী-৫ আসনেও প্রথম বারের মত মনোনয়ন পেয়েছেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ নুরুজ্জামান লিটন। তার বাড়ি দুর্গাপুর উপজেলায়। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য দলের প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান নুরুজ্জামান লিটন।
রাজশাহী-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হলেন জেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক। তার বাড়ি চারঘাট উপজেলার হলিদাগাছি গ্রামে। তিনি প্রথম সংসদীয় আসনে মনোনয়ন পেলেন। এর আগে তিনি চারঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সেক্রেটারি আশরাফুল আলম ইমন বলেন, রাজশাহীর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী চুড়ান্ত হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে রাজশাহী- ০২ (সদর) আসনের প্রার্থী এখনো চুড়ান্ত হয়নি। কয়েকদিনের মধ্যেই এ আসনের প্রার্থী ঘোষণা হবে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24