শাওন হোসেন, মাদারীপুর:
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাদারীপুরে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার রাতে পৌর শহরের লেকপাড়ের মুক্তমঞ্চ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদারীপুর সরকারি কলেজ মাঠে গিয়ে মশাল মিছিলটি শেষ হয়।
পরে সেখানে সমাবেশে সংখিপ্ত বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি আব্দুর রহিম, নেয়ামাত উল্লাহ, রোমান বেপারী, তানবীর হোসেন, ফারান লাবিব, অনিক, হাসিবুল্লাহ প্রমুখ।
এসময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাকারী হাসিনাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেফতারের দাবির কথা বলেন । এসব সংগঠন বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধের দাবি জানানো হয়। সেই সাথে গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের সম্মূখিনেরও দাবি জানান।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নেয়ামত উল্লাহ বলেন, দ্রুত স্বৈরাচারী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে আওয়ামী লীগ সরকারের সব গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে।
Leave a Reply