মোঃ ইস্রাফিল হোসেন,ঝিকরগাছা (যশোর) উপজেলা প্রতিনিধি:
যশোর জেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে বিগত ফ্যাসিস্ট সরকারের উচ্ছিষ্টভোগী, মোবাইলে লাইভে বা মিথ্যা তথ্য দিয়ে গুজব সৃষ্টিকারী ও যারা শহরের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
গতকাল রোববার সকালে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব কথা হয়। যশোরর কালেক্টরেটের অমিত্রাক্ষর সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা, শহরের যানজট নিয়ন্ত্রণে আনা, সন্ত্রাসীদের অপচেষ্টা ও অপপ্রচার, গুজব ছড়ানো, পরিবেশ নষ্ট করার চেষ্টা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রচেষ্টাকারীদের অপচেষ্টা, জেলা ও শহরে বেড়ে যাওয়া চুরি, ছিনতাই, ডাকাতি, ছুরি চাকুর ব্যবহার বৃদ্ধিতে জনমনে আতঙ্ক প্রভৃতি বিষয় নিয়ে আলোচনাা হয়। এ সব পরিস্থিতে করণীয় দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বেশি আলোচিত হয় ৩টি ডাকাতির ঘটনা। এ সময় পুলিশ সুপারের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, জেলায় প্রায় সব পুলিশ নতুন, কাজ করতে কিছু সমস্যা তাদের হচ্ছে, তিনি সবার সহযোগিতা চান। তাছাড়া ওই ডাকাত গ্যাংয়ের কেউ এখানকার নয়। তারা সংঘবদ্ধ চক্র ঢাকা কেন্দ্রিক বেচাকেনা ও বসবাস, দুর্ধর্ষও বটে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ও যশোর পৌর প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, জেলা পিপি ও বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, এন.এস.আইয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মোহাম্মদ পারভেজ, র্যাব-৬ এর ডেপুটি অ্যাসিস্টেন্ট ডাইরেক্টর লুৎফর রহমান, আনসারের জেলা কমান্ড্যান্ট মো. আল আমিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
Leave a Reply