মনা,যশোর শার্শা প্রতিনিধিঃ
ধর্মঘট শেষে বেনাপোল বন্দর দিয়ে গত তিন দিনে ১৭৫ ট্রাক ফল আমদানি হয়েছে। এতে বাজারে দাম কমতে শুরু করছে।
গত বৃহস্পতিবার, শনিবার ও রবিবার ওই ফল ভারত থেকে বেনাপোল বন্দরে আমদানি হয়েছে।
এর আগে গত ২৯ জানুয়ারি ‘বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টস’ অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলনে ধর্মঘটের ডাক দেয়।
ধর্মঘটের কারণে গত মঙ্গলবার ও বুধবার এ স্থলবন্দর দিয়ে দুই দিন ফল আমদানি বন্ধ থাকে।
এদিকে ফল আমদানি শুরু হওয়ায় আবারও বেনাপোল বন্দরে কর্মব্যস্ততা ফিরে এসেছে। দুই দিন বেনাপোল বন্দরে ফল আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি সরকার ও প্রায় ৫০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। প্রতিদিন ভারত থেকে প্রায় একশ ট্রাক ফল আমদানি হয়।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফল আমদানিতে অতিরিক্ত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি পূরণ না হওয়ায় বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের ধর্মঘটের কারণে বেনাপোলে বন্দরে কোনো ফল আমদানি হয়নি। ধর্মঘট প্রত্যাহার হওয়ায় আবার ফল আমদানি শুরু হয়েছে। ব্যবসায়ীরা সরকারের রাজস্ব ও সাধারণ ক্রেতাদের দুর্ভোগের কথা চিন্তা করে দুই দিন পর পুনরায় ফল আমদানি শুরু করে।
তবে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে বর্ধিত ১০ শতাংশ শুল্ক প্রত্যাহার না করলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
বেনাপোল স্থলবন্দর পরিচালক মো. শামীম হোসেন বলেন, অতিরিক্ত শুল্ক প্রত্যাহার দাবিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দিন ফল আমদানি বন্ধের পর গত বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ফল আমদানি শুরু হয়েছে। গত তিন দিনে এই বন্দর দিয়ে ১৭৫ ট্রাক ফল আমদানি হয়েছে এবং এই বন্দর থেকে মালামাল পরীক্ষণের পর রাজস্ব আদায় শেষে দ্রুত ফলের ট্রাকগুলি খালাস দেওয়া হয়েছে।
Leave a Reply