মোঃ হামজা শেখ, রাজবাড়ী প্রতিনিধিঃ:
রাজবাড়ীর কালুখালী উপজেলার চরপাতুরিয়া বালু মহালের দরপত্র আহ্বানকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের উত্তেজনার ছবি ও ভিডিও ধারণ করায় মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক ইমরান হোসেন মোনিমের (৪১) ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক ইমরান হোসেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনের আম্রকানন চত্ত্বরে এই হামলার ঘটনা ঘটে।
আহত মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক ইমরান হোসেন মোনিম রাজবাড়ী সদরের পাচুরিয়া ইউনিয়নের ব্রাম্মনদিয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
এদিকে ঘটনার সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি থাকলেও নিবর ভূমিকা পালন করেছে বলে অভিযোগ উঠেছে।
পরে সদর হাসপাতালে এসে ইমরানের সার্বিক খোঁজ খবর নেন রাজবাড়ী সদর থানার ওসি মাহবুবুর রহমান ও জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ অনেকে।
জানা গেছে, কালুখালীর চরপাতুরিয়া বালু মহালের দরপত্র আহ্বানকে কেন্দ্র করে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিএনপির দুই গ্রুপের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় পেশাগত কাজে ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হয়ে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী রাজবাড়ীর মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক ইমরান হোসেন মোনিমের ওপর হামলা করে এবং এলোপাতারিভাবে মারধর করে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত করে জখম করা হয়।
এ সময় জেলা বিএনপি নেতা রেজাউল করিম পিন্টুসহ অনেকে তাকে উদ্ধার করে ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি দেবাষিস বিশ্বাসের সহযোগিতায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজবাড়ী জেলায় কর্মরত সংবাদ কর্মীরা। সেই সঙ্গে হামলার সাথে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন তারা।
রাজবাড়ী সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পুলিশের তৎপরতার কারণে ঘটনা বেশি বড় হয়নি।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24