ঝালকাঠি প্রতিনিধি:
গত ৮ ফেব্রুয়ারি ঝালকাঠির রাজাপুর উপজেলাধীন হাজির হাট বাজার প্রাঙ্গনে বাদ মাগরিব "রাজাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের" উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বিকাল ৩ টায় কোরআন তেলাওয়াত, হামদ, নাত সহ মনোগ্য ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ৬০ জনকে পুরস্কৃত করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কারী ইব্রাহীম খলিল, পতেঙ্গা চট্টগ্রাম।
মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে কোরআন হাদিস থেকে আলোচনা পেশ করেন মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা আবু ইউসুফ রাজ্জাপুরী এবং হাফেজ আব্দুল কাইয়ুম। এন্তেজামিয়া কমিটির পক্ষে বক্তব্য রাখেন জনাব তোকাচ্চের আলী পনু মৃধা।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন, কোরআন ও হাদিসের অনুসরণ ছাড়া পৃথিবীর কোথাও শান্তি, শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়।জনাব রানা মৃধা,রিয়াজ মৃধা,রেজাউল করিম শাহিন, আজিজুল হাকিম,মো: জাকির হোসেন এবং আলমগীর হোসেনের তত্ত্বাবধানে সমাজকল্যাণ পরিষদ এবং মাহফিল বাস্তবায়ন কমিটির সকল পর্যায়ের নবীন প্রবীণ নেতৃবৃন্দের উপস্থিতি সহ ধারাবাহিক এই তাফসির মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, পেশাজীবী ও রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24