ফারিছ আহমদ, হোসেনপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুরে আমিন বাজারে গত ১০ তারিখ থেকে শুরু হয়েছে ন্যায্য মূল্যের সবজির দোকান। মান্দারী মূসা,আদাহ ফাউন্ডেশন উদ্যেগে আমিন বাজারে ন্যায্য মূল্যে সবজি বিক্রি হচ্ছে।
সহযোগিতায়
* দেশ প্রবাসী কল্যাণ সংস্থা ,
মূসা আদাহ ফাউন্ডেশন সবজির ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য এই উদ্যোগ নিয়েছে তারা । গরিব ও অসহায়, মধ্যবিত্ত পরিবারের লোকজন বাজার করে ঠিকঠাক খেতে পারে তার জন্যেই এই উদ্যোগ।
মূলত বর্তমান প্রেক্ষাপটে কাঁচাবাজারের দামের যে উর্দ্ধগতি, আমারা এটার পিছনে দায়ী করতেছি কিছু অসাধু ব্যাবসায়িদের সিন্ডিকেট ও বাজারের অস্থিতিশীলতা। যার কারনে আমাদের মুসা’আদাহ ফাউন্ডেশনের সদস্যরা মিলে বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ও সিন্ডিকেট ভাঙ্গতে “ন্যায্য মূল্যের সবজি দোকান” নামের একটা ক্যাম্পেইন এর আয়োজন করি। এতে আমরা চেষ্টা করছি বর্তমান বাজার মূল্যের ছেয়েও কম মূল্যে সবজি বিক্রি করতে। যাতে করে কম আয়ের মানুষ তা ক্রয় করতে পারে। আমরা প্রায় ২০ ধরনের সবজি বিক্রি করছি আজকে।
উপস্থিত ছিলেন
১.নাজমুস সাকিব
২. রাকিব আল হাসান
৩. সৌরভ হোসেন আরিফ
৪. মারুফ হাসান মান্না
৫. মো: পারভেজ
৬. আল আমিন হোসেন
৭. মোহাম্মদ রকি
(আমাদের সংগঠনে মূলত কোনো পদ পদবি দেওয়া হয় না, এখানে সবাই ‘সূরা সদস্য’।)
আমরা ভবিষ্যতেও বিভিন্ন বাজারে বাজারে গিয়ে এই ক্যাম্পেইন এর আয়োজন করবো যতদিন না বাজার স্থিতিশীল হয় এবং অসাধু ব্যাবসায়িদের সিন্ডিকেট না ভাঙ্গে। তারা এভাবেই কার্যক্রম চালু রাখবে বলে জানা গিয়েছে।
ফারিছ আহমদ
হোসেনপুর প্রতিনিধি, হোসেনপুর
Leave a Reply