সোহাগ কাজী, মাদারীপুর জেলা প্রতিনিধ:
সংস্কার করার কথা বললেও অন্তবর্তীকালীন সরকার পতিত শেখ হাসিনার সরকারের মতো কাজ করছে বলে দাবী করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
তিনি বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবী করেন।
এসময় তিনি অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেয়ার আহবান জানান।
ড. আসাদুজ্জামান রিপন অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্যে বলেন, ‘মুখে সংস্কারের কথা বললেও ভিতরে ভিতরে তাদের লোকজনকে বিভিন্ন স্থানে বসিয়ে দিচ্ছে। তারাও হাসিনা সরকারের পদ , অনুসারণ করে বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছেন। এটা কোন ভাবেই কাম্য নয়।
তাদের মেয়াদ পাঁচ মাস হতে চললেও কোন উপদেষ্টাদের সম্পদের হিসেব দেয় নাই। ধরে নিলাম তাদের বৈধ ইনকার রয়েছেই। তারপরেও কেন তারা অনুসরনীয় হচ্ছে না। তারা তো সম্পদের হিসেব দিয়ে অনুকরনীয় হতে পারে।’
আসাদুজ্জামান রিপন আরো বলেন, ‘বিভিন্ন সংস্কার কমিশন কি কাজ করছেন, কি করছেন না। সেসব বিষয় তারা জনগণকে বলে বেড়াচ্ছেন। একা কেন হবে। তারা কাজ করে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন, পরে জাতির কাছে বিষয়গুলো জানাবেন। কিন্তু সেসব তারা করছেন না। ফলে তাদের কাজেও সন্দেহ তৈরি হচ্ছে।’ এসময় ড. আসাদুজ্জামান যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেয়ার আহবান জানান।
প্রস্তুতি সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24