মোঃ মিজানুর রহমানঃ
চট্টগ্রামঃ সাতকানিয়া উপজেলার কেরানীহাট-বান্দরবান মহাসড়কের এলিট হসপিটালের সামনে থেকে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে ৭০০পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) সাতকানিয়ায় কর্তব্যরত এনএসআই কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে দৈনিক আজকের বাংলাকে জানান, সাতকানিয়ায় প্রতিটা অঞ্চলের সকল ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারী আছে। সোমবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার কেরানীহাট-বান্দরবান মহাসড়কের এলিট হসপিটালের সামনে থেকে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় এনএসআই ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।এসময় ৭০০পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য-২,১০,০০০ টাকা।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ আবু বক্কর (৩৯), তিনি সাতকানিয়া উপজেলার জনার কেওচিয়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মোঃ আবদুস সোবহানের ছেলে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম বলেন, থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24