মোঃ মিজানুর রহমানঃ
চট্টগ্রামঃ সাতকানিয়া উপজেলার ছদাহা ফকিরহাট বাজার এলাকায় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ও জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে উপজেলা সহকারী কমিশন(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এ সময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২জনকে ২টি মামলায়-২০০০/-দুই হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) দুপুর ৩.৩০ ঘটিকায় সাতকানিয়া উপজেলার ছদাহা ফকিরহাট বাজার এলাকায় পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ও জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২টি মুদি দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ও পণ্যের ক্রয়রশিদ সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২জনকে ২টি মামলায় ২০০০(দুই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- মৃত কালা মিয়ার ছেলে মাহবুবুর রহমান-১০০০ টাকা, পসালেহ আহমদের ছেলে শাকের উল্লাহ-১০০০ টাকা।
অভিযানে সহায়তা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশন(ভূমি) ফারিস্তা করিম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24