ওবাইদুল হক, স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানার হাজী চাঁন্দমিয়া সওদাগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি
আজ ১০/১২/২০২৪ ইং তারিখ অনুমোদিত হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. বিপ্লব গাঙ্গুলি কর্তৃক স্বাক্ষরিত এক পত্র সূত্রে এ তথ্য জানা যায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা ২০২৪ এর প্রবিধান ৬৩ অনুসারে দুই বছরের জন্য ৮ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি পদে কর্ণেল (অব:) মোহাম্মদ ইকবাল পিএসসি, এমডিএস কে মনোনীত করা হয়। শিক্ষক প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ে কর্মরত দুই শিক্ষক ফারহানা আক্তার ও মো: জাকের হোসেন কে মনোনীত করা হয়। অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনীত হন হাবিবুর রহমান ও এস.এম লোকমান হাকীম। মহিলা অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনীত হন রোজী আকতার। শিক্ষানুরাগী সদস্য হিসেবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক মো: মোস্তাক হোসাইন কে মনোনীত করা হয়। তাছাড়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে মনোনীত হন।
পাঁচটি শর্ত সাপেক্ষে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। শর্তসমূহ হলো: (ক) অনুমোদিত কমিটিকে মেয়াদের মধ্যে প্রবিধানে বর্ণিত ৬৩ এর আলোকে পরবর্তী ম্যানেজিং কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণ করতে হবে; (খ) প্রবিধান ৪২(২) অনুসারে প্রতি তিন মাসে ম্যানেজিং কমিটির ন্যূনতম একটি সভা করতে হবে; (গ) প্রবিধনে বর্ণিত ৫০ এর আলোকে বিদ্যালয়ের হিসাব পরিচালনা করতে হবে; (ঘ) দায়িত্ব পালনে কমিটি কর্তৃক প্রবিধান ৪৭ অনুসরণ করতে হবে; (ঙ) বিধি মোতাবেক নির্দিষ্ট সময়ে একাডেমিক স্বীকৃতি নবায়নের ব্যবস্থা করতে হবে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24