আবু নাসের মহিউদ্দিন- কুয়েত প্রতিনিধি:
কুয়েত রাজধানীর রাজবাড়ী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হল বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠান কোরআন তেলওয়াত মাধ্যমে শুরু করা হয়, শফিকুল ইসলাম এর সঞ্চালনা, বিল্লাল হোসেন পাটোয়ারী সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহ,সভাপতি মোহাম্মদ ইউনুস বলেন কুয়েত প্রবাসীদের লাশ বিনা খরচে দেশে প্রেরণ করতে হবে, দুবাই আটক করা প্রবাসীদের অতি তারাতাড়ি দেশে পাঠানো হোক, আমানুল্লাহ আমান বলেন সকল প্রবাসীরা ভোট অধিকার পায় দাবি মানতে হবে সঠিক পদ্ধতিতে ভোট দিতে পারে প্রবাসীরা তাই সকল দেশের দূতাবাসের মাধ্যমে সকল দেশে ভোট গ্রহন অথবা ইলেকট্রনিকস পন্থা ব্যবহার করা যেতে পারে।
মোস্তাকিম ২০২০ সাল থেকে প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখায় কাজ করে যাচ্ছে দেশে অনেক মানবিক কাজ করে সংগঠন তা অত্যন্ত ভাল লাগে তাই সংগঠন করি। আরও উপস্থিত ছিলেন আবু নাসের মহিউদ্দিন, জনি আহাম্মেদ, রিজয়ানূল,আরমানুল সহ সোহাগ মিয়া, সহ অনেকে উপস্থিত ছিলেন উক্ত আলোচনা সভায়
, প্রবাসীদের দাবি যে সরকার ক্ষমতায় থাকুক মানতে বাধ্য ২ কোটি প্রবাসী এয়ারপোর্টে হয়রানি বন্ধ করতে হবে,এবং কুয়েত অবস্থানরত প্রবাসীরা এম্বাসীর মধ্যে সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করার আহবান জানানো হয়। সকল রাষ্ট্রে প্রবাসীদের যথাযথ সম্মান বাড়াতে দূতাবাস গুলো ভালো স্থানে কাজের সুযোগ সুবিধা লক্ষ্যে কাজ করতে হবে। সব শেষে নৈশভোজে আলোচনা সভা সমাপ্তি করা হয়।
Leave a Reply