মো তুহিন মোল্লা,
পুরুলিয়া ইউনিয়নের তিনটি বাড়িতে শনিবার গভীর রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ তিনজন আটক করা হয়। আটক কৃত ব্যক্তিরা হলেন
পুরুলিয়া গ্রামের সুলতান শেখের ছেলে মোঃআনিস শেখ বয়স (৫০), মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে নাজিম উদ্দিন শেখ বয়স (৪৫), মৃত এনামুল মোল্লার ছেলে মোঃচঞ্চল মোল্যা বয়স (৪৫)। আটক কৃত ব্যক্তিদের কাছ থেকে
অবৈধ ১টি দেশীয় শুটারগান, ৬ রাউন্ড তাজা কার্তুস, ১৭ টি ব্ল্যাংক কার্তুজ, অ্যামোনেশন (কার্তুজ) বানানোর উপকরণ,২ টি চাইনিজ কুরাল, ২ টি ছুরি,৭ টি স্যানদা, ৭ টি বল্লম, ১টি ট্যাটা, ২টি তীর ধনুক,৩ টি চাপাতি, ১৯ টি সোরকি,৬ টি ঢাল,২টি শর্ট গানের কভারসহ বিভিন্নধরনের বিস্ফোরক এবং সরঞ্জামাদি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
কালিয়া থানা সুত্রে জানা গেছে, আসামিদের নামে মামলার পস্তুতি চলছে, মামলা শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply