মো তুহিন মোল্লা:
নড়াইল সদর উপজেলার সীমাখালী জামে মসজিদের সম্মানিত ইমামকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল (১০ মে) আসরের নামাজের পর স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বাদশা সরদার এই লাঞ্ছনার ঘটনা ঘটান বলে অভিযোগ উঠে।
এ ঘটনার প্রতিবাদ এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় ইমাম সমিতি, নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে আজ রবিবার (১১ মে ২০২৫) সকাল ৮:৩০টায় সীমাখালী জামে মসজিদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় অসংখ্য আলেম-উলামা, ইমাম, খতিব ও ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন। তারা একবাক্যে অভিযুক্ত বাদশা সরদারের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।
ভুক্তভোগী ইমাম জানান, “বাদশা সরদারের ব্যক্তিগত জায়নামাজ মুসল্লিদের কেউ অন্যত্র সরিয়ে রাখে। তিনি এসে আমাকে জিজ্ঞেস করেন—কে সরিয়েছে? আমি বলি, জানি না। এ কথার পর তিনি হঠাৎ আমাকে ঘুষি মারেন। পরে উপস্থিত মুসল্লিরা এসে আমাকে তার হাত থেকে রক্ষা করেন। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
মানববন্ধনে বক্তারা বলেন, “একজন ইমামের ওপর হাত তোলা শুধু একজন ব্যক্তিকে অপমান করার বিষয় নয়, এটি পুরো মুসলিম উম্মাহর ধর্মীয় মর্যাদার ওপর আঘাত।” তারা আরও বলেন, “এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীর কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
এ ঘটনার পর স্থানীয় জনসাধারণ ও ধর্মীয় মহলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত বিচারপ্রক্রিয়া শুরু করে ন্যায়বিচার প্রতিষ্ঠার জোর দাবি জানিয়েছেন।
Leave a Reply