ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি – মোঃ রানা ইসলাম:
ঠাকুরগাঁও-২ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী ফারুক হাসান বলেন, আমার নির্বাচনী এলাকা দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত ছিলো। বিগত সময়ে এই এলাকার সাংসদ যিনি ছিলেন তিনি এলাকার জনগণের বারবার প্রতারণা করেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাইবোনদের জমি দখল করেছেন, লুটপাট করে বিদেশে টাকার পাহাড় গড়েছেন; কিন্তু এলাকার কোন কাজের কাজ করেননি।
আমি ফারুক হাসান নির্বাচিত হলে আমার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করবো।
ঠাকুরগাঁও-২ কে অর্থনৈতিকভাবে গড়ে তোলার জন্য ধর্মগড় ইউনিয়নের চেকপোস্টে স্থলবন্দর বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমার এলাকায় অনেক গুরুত্বপূর্ণ ফল উৎপাদন হয় যেমন আলু, ভুট্টা, গম ইত্যাদি কিন্তু এসব ফসল দিয়ে অনেক দামি দামি খাবার তৈরি হয় কিন্তু দুঃখের বিষয় এসব খাবার ফ্যাক্টরি আমার এলাকায় নেই। আজকে যদি আমার এলাকায় ২/৪ টা কলকারখানা থাকত তাহলে সেখানে আমার এলাকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হত এবং আমার কৃষক ভাইয়েরা তাদের ফসলের ন্যয্য মূল্যটা পাতেন। সে লক্ষ্যেই মুলত আমি কাজ শুরু করেছি। আমার এলাকাকে মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালকে কিভাবে আরও আধুনিক করা যায়, কিভাবে রংপুর মেডিকেল কলেজের চিকিৎসা সেবা ঠাকুরগাঁও-২ এ দেওয়া যায় সেই ব্যবস্থা আমি করবো।।
Leave a Reply